ঐ দেখা যায় পলাশ শিমুল
রাঙামাটির দেশ
ঐ দেখা যায় রং বেরঙের
বিদেশী উপনিবেশ।
ঐ দেখা যায় মেঠো পথে
গরুর পালের চলা
ঐ দেখা যায় পাল্কি গুলি
সাথে পাল্কি ওলা।


উচ্চস্বরে হেঁইয়ো স্বরে
ছুটছে নওজোয়ান
রানার ছোটে রাঙামাঠে
চিঠির আহ্বান।
মৌমাছি ও ভ্রমরের দল
ফুলে ফুলে এসে বসে
কিচিরমিচির পাখির কূজন
সকলেই ভালোবাসে।


রাঙামাটির পথটি জুড়ে
নানার গাছের সারি
একে অপরের শাখাপ্রশাখা
দৃষ্টি লয়েছে কারি।
সীমান্ত জুড়ে বুনো ফুল ও
বনতুলশী রহে ভরে
মনের অজান্তেই পূর্ণ হয়
ডায়রির পাতা জুড়ে।


এত মনোহর অপরূপ সুন্দর
প্রকৃতি করছে খেলা
কখনো রাঙা কখনো সাদা
সন্ধ্যা প্রভাতো বেলা।
থেকে থেকে শেয়ালের ডাকে
সন্ধ্যা ঘনিয়ে আসে
দিনের স্মৃতি স্মরণীয় হয়ে
প্রকৃতিকে ভালোবাসে।


//সমাপ্ত