আত্ন নিবেদন – ৬
============


যে পাখিটা বসত  করে
আমার মনের মাঝে ।
মালিক যে তার প্রভু নিজে
মালিক আমি নইরে ।
পালায় তাই আমায় ছেরে
আমার হুকুম ভেঙ্গে ।
যখন তখন ডাক পেলে সে
প্রভুর নিকট হতে ।
তার তারনায় তবুও এ মন
করে কেন যেমন তেমন ?
যে পাখিটা করছে সৃজন
তাঁরই নিয়ম ভেঙ্গে ।
ভাঙ্গলে নিয়ম সাজা হবে
জেনেও বারে বারে ।
প্রভু
তোমার কৃপায় পাখিটাকে
নিলে  আপন করে ।
তার প্রেরনায় যদি মোরে
চালাও তোমার পথে ।
মুক্তি পেতাম শাস্তি হতে
পাখি আমায়, ছেরে যাবার পরে ।
===============