আত্ন নিবেদন
=========


না ডাকিলে আমি তোকে
ইহজীবনে ,
উপায় কি মোর হবে তবে
পরজীবনে ।
না ডাকাতে তোকে আমি
মুক্তি পায়না প্রতিবেশী
আমার ছোবল হতে ।
বিঘ্নিত হয় দিবারাত্রি
সংসারেতে সুখ শান্তি
আমার অপকর্মে ।
ইচ্ছে হলেও ভাল হতে
কোনক্রমেই পারিনে যে ,
একটি বাঁধা মনের মাঝে
সর্বক্ষনই বিরাজ করে
সৎকাজে সে পা বাড়ালে
পিছু টানে বলে ।
সে বাধাটি দূর হলেরে
প্রভু, তোরই নিজ দয়াতে
বিশ্বভূবন মুক্তি পেত আমার ছোবল হতে ।
আমিও যে মুক্তি পেতাম পরজীবনে
অপকর্ম ছেরে দিয়ে সত্য পথে চলে ,
ইহকালে রীতিমত তোকে ডাকার ফলে ।
দয়াময় তুই ভিক্ষা দেরে
অসীম দয়া তোর আছে যে  
তিল পরিমান সেখান হতে
মুক্তি দিতে অভাগাকে , অপকর্ম হতে ।
পার পেতে তুই পরপারে
পাপিষ্ঠ এ অভাগাকে
ইহকালে রীতিমতো , তোকে ডাকার ফলে ।
========================