৯৫
ঋন দাতাদের ভাবা উচিৎ
সুদের মাত্রা হওয়ায় অধিক
পারছে না কেউ নিয়ম মাফিক
ঋন দাতাদের ঋন পরিশোধ ।
তেমন কেহ আসছে না যে
শিল্প গড়তে ঋন গ্রহনে ।
বাড়ছে না তাই দেশের মাঝে
কর্মক্ষেত্র নতুন করে ।
কর্মী আছে যদিও দেশে
কাজেই তাদের কর্ম নাইরে ।
===============
৯৬
কর্মক্ষেত্র গড়ে নিজে
নিজেই তাতে খাটুনী দিতে,
গড়ছে না কেউ সাহস করে
ক্ষুদ্র শিল্প নিজের ঘরে
ব্যাঙ্ক ইন্টারেষ্ট বেশির ভয়ে ।
===============
৯৭
চাষীর ঘড়ে ফসল তুলতে
যে পরিমান খরচ লাগে
বিক্রী হয়না বাজারেতে
যে দামেতে বিক্রী করলে,
চাষীর কিছু হাতে থাকে
ব্যাঙ্ক ইন্টারেষ্ট দেয়ার পরে ।
কাজেই জমি পতিত রাখে
খরচ ঘড়ে না থাকাতে ।
যায়না তবুও ঋন গ্রহনে
ঋন দাতাদের কারো দ্বারে ।
================