১০৫
তরুন শ্রমিক বুঝতে হবে
খরচ যদিও দ্বিগুন হবে
শ্ত্রী তোমার আসলে ঘড়ে ।
মালিক কিন্তু দেবে নারে
বেতন তোমার দ্বীগুন করে ।
কাজেই তখন যেতে হবে
একা নহে দুজন মিলে ,
উপার্জনে কর্ম ক্ষেত্রে ।
কাজেই তোমায় খাটতে হবে
চুক্তি মাফিক মনে প্রানে
কর্ম ক্ষেত্র বৃদ্ধি করতে ।
তা নাহলে একজনাকে
ফিরতে হবে বেকার সেজে ,
কর্ম খালী না থাকার ফলে ।
=================
১০৬
ধনী গরীব বন্ধুগন
হিসেব অতি সাধারন ।
যদি তোমার ভূমির পর
গড়ে কেহ কর্মস্থল
বাড়বে ভূমির অধিক দর ।
তৈরী হলে কর্মস্থল
আসবে তাতে পাকা পথ ।
গ্যাস বিদ্যুতের আগমন
গ্রামকে গড়বে শহর গঞ্জ ।
কাজে আসলে শ্রমিকগন
থাকার জন্য খুজবে ঘড়।
ভারা পাবে মাসের পর
ঘড়ের পাশে তুলে ঘড়।
করতে পারবে উপার্জন
এলাকার সব গরীবগন ।
ভীর জমালে কর্মীগন
গড়ে উঠবে ব্যবসাস্থল ।
হবে সেথায় উর্পাজন
গড়লেও ছোট দোকান ঘড়।
বুঝলে এবার জনগন
হবে সবার দিন বদল
বৃদ্ধি পেলেই কর্মস্থল ।
কিন্তু দেশের বন্ধুগন
গড়তে হলে কর্মস্থল
খাটতে হবে দিয়ে মন ,
বৃদ্ধি করতে উর্পাজন ।
উর্পাজনই যে আসল ধন
গড়ার জন্য কর্মস্থল
করার জন্য দিন বদল ।
===============