১০৯
নেতা তুমি কাজ না করে
দাবী দাওয়া বানাও বসে ।
তার পরে যাও কর্মখেত্রে
কর্মীগনকে জ্ঞ্যান দানেতে ।
মন্ত্র পড়াও তালা দিতে
দাবী আদায় করার নামে
উৎপাদনশীল মিলের গেটে ।
পেয়েছ কি হিসেব করে
বিকল্প তার আছে কি হে ?
তালা দিলেও এক গেটেতে
মিলবে ভাল অন্য গেটে ।
১১০
ধনী গড়ীব বন্ধুগন
হিসেব অতি সাধারন ।
যদি তোমার ভূমির পর
গড়ে কেহ কর্মস্থল
বাড়বে ভূমির অধীক দর ।
তৈরী হলে কর্মস্থল
আসবে তাতে পাকা পথ ।
গ্যাস বিদ্যুতের আগমন
গ্রামকে গড়বে শহর গঞ্জ।
কাজে আসলে শ্রমিকগন
থাকার জন্য খুজবে ঘড়।
ভাড়া পাবে মাসের পর
ঘড়ের পাশে তুলে ঘড় ।
করতে পারবে উর্পাজন
এলাকার সব গড়ীবগন ।
ভীর জমালে কর্মীগন
গড়ে উঠবে ব্যবসাস্থল ।
হবে সেথায় উর্পাজন
গড়েও ছোট দোকান ঘড়।
বুঝলে এবার জনগন
হবে সবার দিন বদল
বৃদ্ধি পেলেই কর্মস্থল ।
কিন্তু দেশের বন্ধুগন
খাটতে হবে দিয়ে মন
বৃদ্ধি করতে উপার্জন ।
উপর্জনই যে আসল ধন
করে যাহা দিন বদল
বৃদ্ধি করে কর্মস্থল।
=============