১১১
মালিক শ্রমিক উভয় মিলে
দ্রব্যমুল্য বৃদ্ধি পেলে
নাম সবাই আন্দোলনে ।
ধরতে কষে
প্রশাসনের গলা চিপে ।
তা না হলে
উৎপাদনের গতি কমবে ,
মাসের শেসের বেতন দিয়ে
শ্রমিক শ্রেনীর পেট না ভরলে ।
নামবে শ্রমিক রাজপথে
বেতন বৃ্ধির শ্লোগান নিয়ে ।
তখন মালিক পরবে পাকে
আয়ের অংক না বাড়াতে ।
===================
১১২
আমদানী ব্যয় কমলে দেশে
কর্ম সংস্থান বৃদ্ধি পাবে ।
পন্য দ্রব্য নিজের জন্যে
নিজ দেশেতে গড়ার ফলে ।
নেতা তুমি তবুও কেনে
দাওনা মন্ত্র জনগনকে ।
সংগঠিত হয়ে সবে
ধরতে আগে,
লুটছে যারা ফায়দা নিজে
আমদানীতে মদদ দিয়ে ।
নামনা কেন মাঠে নিজে
জনগনকে সাথে নিয়ে
আমদানী কারকদের রুখে দিতে ,
দেশের মাঝে কল বসিয়ে
কর্মসংস্থান বৃদ্ধি করতে ।
  যে সময়টি খাটাও ভেবে
চালু মেশিন বন্ধ করতে
সে সময়টি কাজে লাগিয়ে ।
================