১১৫
পুজিপতি
নাই যে পন্য দেশে
বিদেশ হতে কিন যদি
দেশে না ফলিয়ে ।
মুনাফা তুমি পাবে ঠিকই
বেচে অধীক দামে ।
শুধু , দেশ হারাবে তার মজুরী
ফলায় বিদেশেতে ।
দেশে যদি ফলাও তুমি
আমদানীটা বন্ধ করে ।
কর্মসংস্থান পাবে বৃদ্ধি
তোমার দেশের মাঝে।
কর্মী নেয়ায় সেথায় তুমি
বেকারত্ব কমবে ,
শক্ত হবে অর্থনীতি
সোনা ফলায় তাতে ।
==============
১১৬
আমি জড়িনা
মন্ত্র দিলেই কোন নেতা
আন্দোলনে নামব না ।
কর্মক্ষেত্রে দিয়ে তালা
বেকার কভূ সাজব না ,
ক্ষুধায় কষ্ট করব না ।
চাকুরীর আগে ক্ষুধা পেটে
নেতার কাছে ধর্না দিলে ,
কাজ না দিয়ে কোথাও সে
দিয়েছে শুধু আশা মোরে ।
দূর্বলতার সূযোগ নিয়ে
কেউ চেয়েছে ছুতেও মোরে ।
কেউবা আবার হাত দিয়েছে
চাকুরী দেয়ার কথা বলে
লোভনীয় সব অঙ্গ মাঝে ,
অবশেষে খালি হাতে
বিদায় করেছে দেব বলে ।
পাইনি কিছু নেতা হতে
শুধুই আমি খুয়েছি যে
অনেক কিছুই তাদের হাতে ।
কাজেই ভাবি , লাভ কি হবে
নেতার পিছু হেটে হেটে ।
কাজ করে না কিছুই যে
কল কারখানা গড়তে দেশে ।
শুধুই মিছে বুলি ছারে
জনগনকে দলে টানতে ।
নেতা তাই, যা কিছুই বল মোরে
কাজ দিয়েছে যে আমাকে
বেতন দেয় যে মাসের শেষে
তোমার মত গা না ছুয়ে ।
অন্তত, আমি জড়িনা
তার বিরুদ্ধে যাবনা ।
==============