১২২
যে কাজেতে খাটলে পুজি
অধিক লোকের হবে রুজি ,
ঋন দাতারা খাটাবে কি
সুদের হারটা কমিয়ে আনি
সে কাজেতে অধিক পুজি ।
=================
১২৩
ব্যাঙ্ক ব্যবসায়ী
গুটী কয়েক খাটিয়ে কর্মী
যে পরিমান কর রুজি ।
কখনো কি ভাব তুমি
খাটায় যারা অধিক কর্মী,
দিতে তাদের রুটি রুজি ।
তাদের আসল অবস্থা কি
সুদের মাত্রা হওয়ায় বেশী ?
===================
১২৪
ঋন দাতারা
কমাও যদি সুদের মাত্রা
ঋন দানেতে তোমার টাকা ।
কাজের জায়গা পাবে তারা
আছে যারা বেকার বসা ।
বেকার শক্তি কাজে লাগলে
গতি বাড়বে উৎপাদনে ।
অর্থনীতি শক্ত হবে
তার বিনিময়ে দিনে দিনে ।
জীবন মানও বদলে যাবে
উপর্জনের সূযোগ বাড়লে ।
================