১২৭
শুন্য পাত্র ভর আগে
ভাগা ভাগি হবে পরে ।
থাকলে কিছু পাত্র মাঝে
কম বেশী যে পাবেই ভাগে ।
শুন্য পাত্র ভাংলে সবে
ক্ষুধা কারো মিটবে না যে ,
পাত্র ভাঙ্গার আওয়াজ শুনে
অথবা তার গুরা খেয়ে ।
কিন্তু পাত্র ভরতে হলে
প্রানপনে খাটতে হবে
সোনা ফলাতে কর্ম ক্ষেত্রে ।
=================
১২৮
উন্নয়নের বজ্র ধ্বনী
হানে যদিও আমলা মন্ত্রী ,
উৎপাদন যে উন্নয়নের চাবি কাঠি
আমলে নেয়না সে বিষয়টি ।
ঋন দানেতে সূদ বেশী
ধার্য করে তারাই বসি ।
আটকে রাখে ফাইল খানি
গড়তে গেলে মিল ফ্যাক্টোরী ।
করে তারাই গড়িমসি
আনতে গেলেই
গ্যাস বিদ্যুতের লাইন গুলি ।
বরাদ্দ নেই কানা কড়ি
করতে দেশের উন্নতি,
হাতে নেবে কেমন করি
উৎপাদনশীল কর্মসূচী ?
=====================