তোমাকে বাঁচাবে কে
==============
                              এমদাদুল হক দেওয়ান ( লিয়াকত )


শোষকের আক্রমনে কম্যুনিস্ট আক্রান্ত হলে
চুপ করে থেকোনা তুমি কম্যুনিস্ট নও বলে ।
শোষোকেরা যদি শ্রমজীবীদের ধরে নিয়ে যায় তবে
নীরব থেকোনা তুমি শ্রমিক নও বলে ।
প্রশাসকের শোষন রুধে
চাত্র যদি মাঠে নামে
পিছু নিও তুমিও নিজে ,
কাপিয়ে দিতে রাজ পথকে
বজ্র কন্ঠে শ্লোগান দিয়ে ।
শোষক যদি আঘাত হানে
বিপ্লবীদের মিছিলেতে,
চালায় গুলি অকাতরে
চত্রভঙ্গ করে দিতে
পালিয়ে যেওনা কখনো নিজে
তোমার ছেলে মরেনি বলে ।
সন্ত্রাসীরা হানা দিলে
জাত ধর্মের বিভেদ ভূলে
রুখতে হবে সবাই মিলে ।
তুমিও তখন থেকোনা ঘড়ে
তোমার ক্ষতি হয়নি বলে ।
নব প্রজন্মে যদি কোন হিটলার এসে
ইহুদীদের পুড়িয়ে মারে ,
নিজেকে রেখোনা গুটিয়ে
তুমি ইহুদী নও বলে ।
তুমি খৃষ্টান কিংবা মুসলিম নও বলে
যদি থাক চুপ করে
চালালেও গুলি তাদেরই গায়ে ,
তাহলে যে একে একে
সব শেষ হয়ে যাবে
শোষক আর দূর্বৃত্তদের আক্রমনে ।
বৎস মোর, দেখ ভেবে
একে একে সব শেষ হয়ে গেলে
শোষন আর সন্ত্রাসীদের নিষ্পেসনে ,
তোমাকে বাঁচাবে কে
যদি আক্রান্ত হও তুমিও শেষে ।
===============