পথিক
====
হে পথিক , যদিও ছুটে চলেছ তুমি
অবিরাম পৃথিবীবক্ষ মাঝে ।
তবুও তুমি এখানে পথিক মাত্র
এ বিশ্বাস খানি রেখ মনে ।
হে পথিক , তুমি কভূ নিদ্রীত নও
নও স্থির
এ তোমার দ্রুতবেগে চলার প্রস্তুতি ।
অনর্গল ছুটে চল তুমি
সাফল্যের টানে ।
এরই মাঝে একদিন ক্ষয়ে যায় দেহ
অথবা, ক্ষতবিক্ষত হয় কোন যন্ত্রের কষাঘাতে
চলার হয় শেষ । এরই নাম মৃত্যু
চলে যাও তুমি অজানার দেশে ।
রয়ে যায় শুধু সাফল্য আর স্মৃতি
এ বিশ্ব ভূবন মাঝে ।
অতএব পথিক
সাফল্য আর স্মৃতিখানি
গাহে যদি মানুষের মুক্তির বানী
পায় যদি সুখ তাতে আগামীর অতিথি
ভরে যদি পেত তাতে কোন অনাহারীর ,
ফিরে যদি পায় তাতে শোষীতেরা সুখ ।
জেনে রেখ তুমি
তবেই স্বার্থক হবে, তোমার মৃত্যুর ঘন্টাধ্বনী ।
========================