তুমি ওই পথে দাঁড়িয়ে থেকো
যে পথে তোমার আমার প্রথম অভিমান
যে পথে কেউ চলেনি সেদিন ম্লান এই আমি ছাড়া
তুমি অনন্ত প্রেমাবেগে বাধা স্বপ্ন ছিলে আমার;
তুমি অভিমানী অভিশপ্ত অপরাধে আমার।  


তুমি ওই চোখে তাকিয়ে থেকো
যে চোখে অশান্ত অবহেলারা সাঁতার কাটে
অজানা অবিশ্বস্ত আমি চিরদিন,
যে চোখে কেউ দেখেনি লুকোনো ভালোবাসা
বুনো রঙে এলো মেলো পলক পড়ে,
বুক চাপা ক্ষোভ ধুয়াশার মতো জল ছোটায়
যে চোখে আমার উদয়াস্ত জীবনের নীলমনি।


তুমি আমারই জন্য থেকো
ভালোবাসায়, অবহেলায় অভিমানে থেকো।


আমি স্রোতে ভেসে যাচ্ছি - যাই
নষ্ট নিয়মের নেশায় মোহিত বিবেক ,
তল চোখে কবিয়াল সাধু আলোড়ন তোলে ভালোবাসায়
একই উৎসব নাকি ক্রন্দন মানিনা,
সেই নিয়ম ভাঙার নিয়মে তুমি থেকো।


তুমি আমার জন্য থেকো
তুমি আমারই জন্য থেকো
ভালোবাসায়, অবহেলায় অভিমানে থেকো।