কষ্ট হলে থাকেনা এসব
আমার জন্য পুড়বে  কেন তুমি ?
আমার জন্য জ্বলবে কেন ?
যুদ্ধ তুমি করবে কেন ?
সব পরাজয় অবলীলায় আমার জন্য কেন নেবে মেনে ?


অসুখ আমার জন্ম জঠর
আমার আবাস তারই মাঝে
আমার চোখে বৃষ্টি পড়ুক
আষাঢ় শ্রাবন বর্ষণ আসুক
আমার হৃদয় পদ্মা মেঘনা
নদী নয়তো সমুদ্র হউক
তুমি কেন বাধবে বাসা ভেঙে যাওয়া
দুমড়ে চুমরে মুচড়ে যাওয়া ডালে।


প্রিয়া আমার প্রণয় আমার
আমার জন্য কষ্ট হলে; কষ্ট আমি বেশি পাবো
চেয়ে দেখো সমস্ত গা ঝলসে যাবে জ্বরে
কাঁটার আঁচড় লাগবে তোমার যদি
ঝর্ণা হবে রক্ত আমার শত বছর ধরে
তোমার মরণ হবে আমার যাবার পরে


ভালো থেকো যত্নে রেখো তোমার প্রিয় সময়
কষ্টে না হয় বাঁচবো আমি থাকবো অবহেলায়।