মনে রেখো
নিভৃতে মনের গভীরে,
যেখানে ভোরের বাতাসে দোল খায় পূবের আকাশ,
রক্তিম আলোতে নেয়ে ওঠে গাছের সবুজেরা।
যেখানে সবুজ প্রান্তর মিশে থাকে পাহাড়ের
বিশাল আঙ্গিনায়, কালো মেঘ চুমো খায় ধূসর চূড়ায়,
বৃষ্টি ফোঁটায় নেচে ওঠে ঝর্নার শুভ্র জলের আরশি।
মনে রেখো
চোখের জল, সমুদ্র সঙ্গীত যখন হারায় মায়ার বাঁধন।
সহস্র আকাঙ্ক্ষা নোনা জলে ভাষে যায়
লক্ষ কোটি স্বপ্নে দোল খাওয়া জীবনের দুঃখ-বেদনা।
যেন এক ফালি জমিতে বুনে রাখা আশার আলো।
মনে রেখো
বিশাল বৃক্ষচ্ছায়া,
যার নিচে ক্লান্ত শরীর খুঁজে নেয় শান্তি পরশ,
দাহ মুক্ত জীবন।
সহস্র সবুজেরা মাথার উপর
মেলে ধরে চিন্তাহীন ছায়ার প্রলেপ,
আকাঙ্ক্ষিত একটি ছায়া দ্বীপের মতন।
মনে রেখো
কোটি কোটি শস্য কণা, সৃষ্টির অফুরন্ত আশীর্বাদ,
নদীর বক্ষ ভরা অমৃত সুধা, দৃষ্টিনন্দন নীল আকাশ,
বাতাসে পল্লবিত জীবন সঙ্গীত।
ধারালো ছুরির সামনে অসহায় দুটি চোখ,
প্রার্থনারত ভূলুণ্ঠিত মানবতা।
মনে রেখো
ঐ সব অনির্বাচিত ছোট গল্প যা এখনও
লেখা হয়নি, হবে না কখনও।
তবু মনে রেখো।
তবেই না পৃথিবী বৃত্তে জীবনকে জানা যাবে,
হবে পূর্ণতা প্রাপ্তি যা কখনও ছিল না।
শুধু ছিল মনের গভীরে।