সময়ের সাহস বেড়েছে ,
কাঁধে হাত রেখে বলে:
অনেক হল এবার বিদায় নাও।
কপাল কুচকে বয়সের হিসাব করি,
অবিশ্বাসী চোখে দেখি; বিশাল বালু রাশি
ঝর্ণার মত হাঁড়ায়।
বীর আলেকজান্ডারের মত মনে হয়
আর বেশী দূরে নয় বিশ্ব বিজয়।
দু’চোখে দেখি সর্বনাশা চৈত্রের আকাশ,
রূপালী জোছনায় কালবৈশাখী প্রলয় নৃত্য।
আমি আছি ,
এ সত্য যেন মরীচিকার পিছনে ধাবমান
স্বপ্ন, ঘোর কেটে গেলে বুঝি, আমি নেই।
সময়ের পালে লেগেছে হাওয়া,
দ্রুত পার হয়ে যাচ্ছে জীবন।
দৃষ্টিপথে কেবল ভেসে থাকে সম্ভাবনার আলো।
আর কি? কোথায় সেই দৃষ্টিনন্দন গন্তব্য!
কেবল থেমে থাকে আশাহীন আলোর মিছিল,
আশ্চর্য পথ আগলে দাঁড়ায় সময়।
আহা সময়!
তোর হাতে কি অসীম শক্তি,
জাদুর কাঠিতে মুছে দিতে চাস
এতদিনের মায়াবী রূপকথা কাহিনী।