ক্লান্ত আমি পথ হাঁটিতেছি দূর গহীনের পানে
ক্লান্ত আমি শান্ত হব তোমার পানে চেয়ে।
ক্লান্ত আমার শরীর পানে হাত বাড়িয়ে দাও
ক্লান্ত আমার নয়ন পানে একটু খানি চাও।
ক্লান্ত আমি থমকে যাবো তোমার পৃথিবীতে
ক্লান্ত আমি দিক হারাবো তোমার নয়নেতে।
কত শত যুগ ক্লান্ত আমি, পাইনা পথের দিশা
কত শত পথ পাড়িদিয়েছি অমানিশায় ঘেরা।
ক্লান্ত আমার ক্লান্ত আজ,ক্লান্ত চোখের ভাষা
ক্লান্ত আমার ভিতর বাহির ক্লান্ত আমার আশা।
ক্লান্ত আমায় আলতো হাতের পরশ দিবে না?
ক্লান্তিতে আজ তোমায় বড্ড লাগছে অচেনা।