গরবীনী মা জননী,
তোমার মতোই এ ধরনী।
জন্ম থেকে পালছে আমায়,
জিগ্যেস করো মা, কি করে নি?
যেমনি দিয়েছো তুমি আদর, মমতা,মায়া
তেমনি দিয়েছে সে আলো, বাতাস, ছায়া
যেমনি থাকবো তোমার কাছে ঋণগ্রহীতা,
তেমনি আমি জানাবো তাকে চির কৃতজ্ঞতা।
তোমার জন্য যেমনি মা দিতে প্রান,
তেমনি করে এ ধরনীও যে আমার জান।
তাই মা যেমনি করে জানাই তোমায় সম্মান,
তেমনি করে ধরনীকে জানাই আমার প্রণাম।