মধ্যবিত্ত
ইমন হাওলাদার
----------------------
ওরা মধ্যবিত্ত,ওরা দুর্বল।
ওরা না চাইতেই_
চিবিয়ে খায় ওদের সম্বল।
ওরা হয়ে নিঃস্ব
ঘুরে বেড়ায় জগৎ-বিশ্ব।।
ওদের না আছে অর্থ,
না আছে শক্তি।
ওরা ক্ষমতা বানকে করে ভক্তি।
ওদের ভক্তির সুযোগে_
ইটের পাড়ে ইট গাঁথে;
ইমারত গড়ে তাতে।
ওরা চুপিসারে কথা বলে,
ওরা ধনীর গুণগান করে।
ওদের স্বপ্ন দেখতে বারণ!
আছে হাজারো কারন।
ওরা শ্রম দিয়ে মুল্য পায়না
ওরা বালিশ ভিজায়_
নিভৃত রজনীতে।
ওরা মধ্যবিত্ত
লোকে তাই বলে।
ওদের স্বপ্ন নাকি আকাশ ছোঁয়া;
ধরবে তা কবে।
ওরা বড় ধৈর্য্যবান।
দেখ স্বপ্ন ভাঙ্গার পরেও_
কী আগুয়ান!
ওরা সবার সাথে চলে,
ওরা দুঃখকে রাখে চাপা!
ওরা কথা বলে মাপা!
ওদের ভিশন যন্ত্রনা হয়
তবু মুখ লুকায় না পেয়ে ভয়‌।
ওরা হাসি মুখে থাকে
ওদের কষ্ট বুঝাবে; তা কাকে?
লোকে হাসাহাসি করে
ওরা ক্ষুধার যন্ত্রণায় মরে,
তবু বুঝতে দেয়না কাউকে।
ওদের পেটের সাথে_
পিঠ গেছে লেগে।
তবু ওরা ধৈর্য্যের সাথে_
মানবতার কথা শুনে।
প্রতিবাদ করে না একেবারে।।
ওদের নেই কোনো ভয়
ওরা নি'স্বংশয়।
ওদের স্বপ্ন গেছে মরে;
তবু ভেঙ্গে পড়েনা একেবারে।
ওদের মগজ হয় দংশন
দ্বারা মানুষের কথোপকথন।
তারপরেও ওরা আগুয়ান।।
দেখে স্বপ্ন, বাঁচে প্রান।
ওরা উড়ায় বিজয় নিশান।।