এই দালানকোঠার ঘর,প্রাচুর্যের অহংকার
আমার সত্তাকে কলুষিত করে,
আমি আমিত্বভাবে ভুগি,নিজেকে খুঁজি
আপন মানুষদের সান্নিধ্য খুঁজি
মানুষের মুখে মুখ খুঁজি,
দুঃস্থদের মাঝে সান্ত্বনা খুঁজি।
পথচারী পথিকের চোখে নিরাপত্তা বিছরাই
কিন্তু আমি পাই না
আমি পাই শুধু অবিশ্বাস,ছলনা,মিথ্যা ও প্রতারণার প্রশ্রয়
আমার মন বিতৃষ্ণ এই জীবন থেকে!


আমার ভয় জাগে মনুষ্যরুপে পশুদের ভীড়ে হাঁটতে
আমার আত্মা কেঁপে উঠে ধর্ষকদের ভীরে নিজেকে ভাবতে
আমার বিবেক,আবেগ সমগ্র সত্তা বন্দী
অদৃশ্য কোন নিয়ন্তার হাতে
যেখানে মানবতা,ভালোবাসা,প্রেম,ভালোবাসা,মমতা,দয়া,
করুণা শব্দগুলো অর্থহীন।
আমার কি মুক্তি হবে এই অরণ্য থেকে?
আমার মন বিতৃষ্ণ এই জীবন থেকে!