বীর সেনানি,বীর মায়ের সন্তান
দেশের জন্যে তোমাদের কতোই না অবদান!
আত্মত্যাগে বলিয়ান,
বীর মায়ের সন্তান!


সমরে তোমরা
শান্তিতে তোমরা
অমর চিত্তে জয়ের মালা গেঁথেছো
সর্বত্রে তোমরা দেশের তরে।


সততা নিষ্টা
দিগ-বিজয়ী প্রাণে মহান!
গড়লে দেশের মান
হৃদয় থেকে জানাই সম্মান
জাতির হৃদয়ে তোমরা অম্লান।


মুক্তিযুদ্ধে রয়েছে তোমাদের কীর্তি
বৃথা হবে না কখনো সফল গীতি
দেশ জাতি মানে তোমরাই মূল্যবান
যুগে যুগেই তোমরা চিরমহান।


হিংস্র-মানবের প্রতিরোধে
তোমরা সর্বদা সজাগ
বীর সেনানী তুমি,করেছো মোদের ঋণী
স্পন্দনে থাকবে চিরদিনই
তোমরাই বাংলাদেশ সেনাবাহিনী।


(সেনাবাহিনী বন্ধু শেখ সাদিকে উৎসর্গ করে আমার এই কবিতা)