রাতের গভীরও আধারে
এসেছিলে শুক্লা তিথির উদাস অভিসারে।
কপালে পড়ে থাকা অবিন্যস্ত এলো কেশে
অদৃশ্য তরঙ্গে সঞ্চালিত প্রেম জাগাবে বলে,
নীলগিরির সুউচ্চ পাহাড় পাড়ি দিবে বলে,
আমারও বুকের হৃৎস্পন্দনে থাকিবে বলে,
অনেক স্বপ্ন ছিলো আমায় নিয়ে তোমারও চোখের কোলে,
আমিও ঠেলে দিলেম তোমায় প্রেমেরও পুষ্প যারে।
অভিরাম মনে বলেছিলে সারাটা জীবন থাকবে আমারও সনে।
কেন তুমি গেলে চলে?
ভোরের বিজলীর আলোর ঝলকানিতে
কেন এ বিচ্ছেদ?