বেকারত্ব মানুষের জীবনে
একটি বিরাট অভিশাপ,
এই শব্দটি ক্ষতবিক্ষত করেছে বহু প্রাণকে
ঘর ছাড়া করেছে বহু মানুষকে৷
বেকারত্বের ভয়াল থাবায়
যুব সমাজ যেন
আগুনের লেলিহান শিখার
দ্বারপ্রান্তে উপনীত হয়েছে।
সভ্যতার এই ধূম্রজালে রুদ্ধশ্বাসে সময় চলে
অফিস পাড়া ঘুরে ঘুরে রক্ত ঝরে পদতলে,
মামা চাচার শক্ত খুঁটির তদবিরের জোর নাই বলে,
ঠাঁই মিলে না অফিস পাড়ার ছোট কোন কর্মস্থলে।
আশ্বাসে শতো রঙ্গিন রুপে সেজেছি আমি বোকা
সময় মতো সকলেই দিয়ে গেছে ধোঁকা।
ফাঁকা পকেট,ছেঁড়া জুতোয় চলছি পথ হেঁটে,
স্বপ্ন টুকই শেষ সম্বল ধরেছে আমায় এঁটে।