জাগো নবীন জাগো
গুঁড়িয়ে দাও ভেঙ্গে দাও
সকল বাধা বিপত্তি
তোমার হাতেই উদয় হোক আজ নতুন করে বাঁচার আকুতি।


জাগো নবীন জাগো
ধরো সত্যের গান
রাখো মানির মান
বিবেকের ধারাপাতে।


জাগো নবীন জাগো
বদলে দাও
সাজিয়ে দাও
জ্ঞানের প্রাসাদে।


জাগো নবীন জাগো
সমাজ সংসারে
অন্যায়ের দম্ভকে
ভাঙ্গো কাব্যের কালিতে।  


জাগো নবীন জাগো
বজ্র শিখার মশাল ধরো
আঁধার কাটিয়ে জ্বালো আলো
নিপাত করো আজ জালেম কালো।


জাগো নবীন জাগো
তোমরা নও কারো দাস
মানবের তরে মনুষ্যত্ব জাগাও
তোমরা এবার রুখে দাঁড়াও।