ক্ষণিক সুখের নিষ্ঠুর পৃথিবী
আয়ু ফুরালে দেয় অব্যাহতি
দমের দেহ দমেতে ফুরায়
মাটির দেহে কিসের বড়াই!
মৃত্যুর পর চির বাসস্থান হবে
ঐ নির্জন অন্ধকার কবর!
তার কি তোমরা রেখেছ খবর?
দুপাশের দেওয়াল একত্রিত হয়ে
তখন চেপে ধরবে মাটি
শুনবে না সেদিন কোন কথা
যদি মানুষ হিসেবে না হও খাঁটি।
মুনকার নাকির আসবে কবরে
চাইবে তিনটি প্রশ্নের জবাব,
মুমিন ব্যক্তি হতে না পারলে
উত্তর দেওয়া হবে বড় অভাব৷
কবরে থাকবে নিরানব্বইটি সাপ
তারা প্রতি মুহূর্তে করবে দংশন
ফেরেস্তা করবে অবিরত হাতুড়ি প্রহার
বিচ্ছুরা করবে রক্ত শোষণ।
কালো অগ্নিতে দেহ ঝলসাবে
অনলে পুড়িয়ে করবে ছারখার।
ইবলিশের অনুগামীদের কথায়
কখনো তোমরা দিও কান
এক পলকে কেড়ে নিবে
হৃদয়ে জমে থাকা সকল ঈমান৷
এ জীবনে পুণ্যের কাজ করলে
সেখানে পাবে কতো শান্তি
পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে
শোধন কর তোমার ভুলভ্রান্তি।