সবুজে ঢেকে গেছে আজ লাল লাল ফাগুন
মনে আছে কি কৃষ্ণচূড়ার কথা!
কতো কথা বলতে তুমি
কৃষ্ণচূড়ার গাছের নিচে,আমার কাঁধে রেখে মাথা।


কখনো বা লাল শাড়ি পড়ে দাঁড়িয়ে থাকতে একা
একটু দেরী হলে কৃষ্ণচূড়ার মতো
লালে লাল হয়ে দিতে অনেক বকা
শত অভিমানেও মিশে ছিলো রঙ্গিন স্বপ্ন
গাঁথা।


সারাজীবন থাকবে পাশে দিয়েছিলে কথা
আজ কেন দূরে তুমি,দিয়ে আমায় ব্যাথা
চলে গেছো তুমি রেখে গেছো স্মৃতি
অতিত কষ্ট নিয়ে আমি আজও তোমায় খুঁজি।


                                         (কাল্পনিক)