বছর ঘুরে এলো
মাহে রমজান
আল্লাহ্‌ তালার মহব্বতে
শুদ্ধ করি ঈমান।


রামাদান রামাদান
আহলান সাহলান মাহে রামাদান
এই মাসের নাজিল হয়েছিলো,
মানবতার মুক্তির পবিত্র কোরআন।


ভোর রাতে সাহরী
সন্ধ্যায় করি ইফতারের আঞ্জাম,
উপবাসে রই সারাদিন
গেয়ে খোদার গুনগান।


ক্ষমা তুমি করে আমায়
শুদ্ধ করে নাও, 
রহমত বরকত মাগফিরাতের 
ছোঁয়া তুমি দাও।


সংযমী হয়ে যাই
সকল বাধা বিভেদ ভুলে,
ধুয়ে মুছে দিবে প্রভু 
সকল পাপের খতিয়ান।