টাকায় কি হয়?
বল টাকাতে কি না হয়?
অর্থই যতো অনর্থের মূল,
অর্থেই মাতাল জাত আর কূল!  


টাকার কাছে বিবেক বিকোয়
বুদ্ধিজীবী কত?
টাকার কাছে স্বপ্ন হাজার
করেছে মাথা নত।


টাকার প্রতি আছে যাদের
অগাধ ভালোবাসা,
টাকার জন্যে করছে হনন
গরিব দুঃখীর আশা।


টাকার জন্যে অশ্লীলতা
নেই যে কোন লাজ,
পতিতালয় গড়ছে দেশে
ভরেছে জুয়ার আড্ডাবাজ।


মেয়ে মারে আপন বাবা
জামাই মারে বউ,
বাড়তেছে খুন কিন্তু ভালো
হচ্ছে কি আর কেউ?


টাকার জন্যে করছে তারা
হিসেব ছাড়া পাপ,
সেইতো টাকায় আনবে একদিন
বিষাক্ত কালসাপ।