আমি মাথা উঁচু করে দাড়াতে পারিনা
মাথা ফাটাবে ওরা।
আমি বাকরুদ্ধ হয়ে চেয়ে চেয়ে দেখি
দেই না মাথা ঝারা।


আমি বাবার চোখের অশ্রু দেখে তবু
বলিনা আজ কিছু।
বলবো কেমনে, বলিতে গেলে যে তারা
হটিয়ে দেয় পিছু।


হাজারো কষ্ট-বেদনা সহ্য করে আমি
বুকেতে ধরি চেপে।
আমি অসহায় হয়ে তাকিয়ে দেখি
বুকটা ওঠে ক্ষেপে।


আমি প্রতিবাদ করি জুলুমের প্রতি
শোনেনা কেহ তবু।
আমি বিচার দিলাম মালিকের কাছে
তিনি মহান প্রভু।