মায়া ভরা বদন তাহার
বনলতা ডাকি,
দুধে আলতা রূপ যে তাহার
মায়াবী দুই আঁখি।


তার চোখেতে জাদু আছে
পাগল করতে জানে,
আমায় ছেড়ে না জানি সে
রইলো সে কোনখানে।


চুপিচুপি দেখি তারে
লুকিয়ে দুর থেকে,
রাগ করে সে বসে আছে
আমায় দুরে রেখে।


তাহার গুণের তুলনা নেই
পাগল করা মায়া,
দিবানিশি চোখে ভাসে
তাহার রুপের ছায়া।