বন্যা এলো ডুবলো সবই
ডুবলো বাজার-হাট,
বসতবাড়ি গেলো ভেসে
ডুবলো পুকুর ঘাট।


খাদ্যহীনা মরছে মানুষ
বাজে শোকের ঢেউ,
পরিবার হারিয়ে দেখো
কাঁদছে আবার কেউ।


এই সময়ে আবার দেখি
ডুকছে ঘরে চোর,
চোরের ভয়ে নিশি কাটে
হবে কখন ভোর।


নৌকার উপর শুয়ে থেকে
নিশি কাটায় লোক,
সব হারিয়ে কাদঁছে কৃষক
কাঁপে তাহার বুক।


বিদ্যুৎ ছাড়া অন্ধকারে
নিশি কেটে যায়,
সর্বহারা হয়ে মানুষ
শোকের বাউল গায়।