পানিতে সব যাচ্ছে ভেসে
অশ্রু ঝরে চোখে,
কেউবা আবার কাঁদছে দেখো
স্বজন হারা শোকে।


হাট ডুবিলো, মাঠ ডুবিলো
ঘর-বাড়ি যায় ভেসে,
সবার মনে একটি শংকা
কি হবে আর শেষে।


হাহাকার করছে লোকজন
মরছে গরীব দুঃখী,
বন্যার জলে সব অসহায়
নেই তো কেহ সুখী।


কারোর উঠোনে বন্যার জল
কারোর আবার চালে,
পানির উপর বসবাস
যাচ্ছে দিন এই হালে।


কাটছে নিশি রোগে শোকে
নৌকার উপর শুয়ে,
বন্যার জলে ঘর-বাড়ি সব
পড়ছে দেখো নুয়ে।