ছোট রাজার বিয়ে হবে
বাজে নানান বাঁশি,
নেমন্তন্ন পেলো সবে
গরিব জেলে, চাষি।


হনহনিয়ে, ভনভনিয়ে
চলছে রাজা রথে,
গরুর গাড়ি দিয়ে যাত্রী
যাচ্ছে তারা সাথে।


ঢোল বাজিয়ে, মন মাথিয়ে
যাচ্ছে সারি সারি,
মুখে রুমাল দিয়ে রাজা
যাচ্ছে কনের বাড়ি।


হাট কাঁপিয়ে, মাঠ কাঁপিয়ে
বাজনা বাজে হরেক,
হাসি-খুশি যাচ্ছে সবাই
ভোজন হবে অনেক।