সাড়ে তিন হাত মাটির ঘর মোর
নেই জানালা দুয়ার।
আরামের ঘুম আসে না আর
নেই তো বালিশ শুয়ার।


রিক্ত হাতে এলাম ঘরে
নিই নি একটা কড়ি।
হারিয়ে গেছে সম্পদ মোর
ছিলো ভুঁড়ি ভুঁড়ি।


কুঁড়ে ঘর মোর আধার রয়েছে,
হয়ে অনেক কালো।
প্রদীপ জ্বেলে থাকি আমি
দিয়ে কর্মের আলো।


নেই তো মোর আর দালান কোটা
চারিদিকে মাটি।
কোথায় গেলো সাধের বাড়ি
ছাদে বাঁশের চাটি।


একলা হয়ে বসে আছি
খবর নেয়না কেহ।
কিছুই মোর সাথে এলোনা
পোকা খাচ্ছে দেহ।