গর্ব মোদের পদ্মা সেতু
ভোগান্তি শেষ হলো,
সময় মোদের গেলো বেঁচে
দেখতে একদিন চলো।


ত্রিশ সহস্র কোটি টাকায়
সেতু হলো তৈরি,
সেতু যাতে না হয় মোদের
ছিল অনেক বৈরী।


সেতু মোদের তৈরী হলো
বাঁধা পিছে ফেলে,
কতো সুন্দর দেখতে লাগে
দেখতে পারবে গেলে।


আনন্দ আজ বাংলার ঘরে
শান্তি পাবে লোকে,
অনন্য এক কীর্তি হলো
সোনার বাংলার বুকে।


যানবাহন পাড় হবে এবার
হবেনা আর দেরি,
অপচয় হবেনা সময়
অপেক্ষা নয় ফেরী।