নিঃসঙ্গতার ব্যথা আমি সইছি রোজ রোজ,
এই ব্যথা সহ্য করতে করতে আমার ভেতর
জ্বলে পুড়ে হয়ে গেছে ছাই,
তবুও কেউ দেয় না একটু ঠাই।


চারিদিকে কতো আপন মানুষ,
অথচ কেউ পাশে নেই, খোঁজ নেই,
সবাই ব্যস্থ।
আর আমি ব্যথা সইতে অভ্যস্থ।


বারে বারে মনকে জিজ্ঞেস করি,
"তুই নিঃসঙ্গতাকে কেন ভয় করিস"
মন বলে " চারিদিকে সবাই কতো আনন্দে
চলাচল করে,আমার ও তো একটু শখ জাগে"।
মনকে বললাম " বৃক্ষ একা দাড়িয়ে আছে,
কখনোই কারো সঙ্গ নেয় না,
আর মানুষ তাকে কোনো দাম দেয় না।
অথচ এই বৃক্ষ  মানুষের কতো উপকার করে
আর মানুষ তার গায়ে ঢিল মারে।
তাই আমি বৃক্ষের মতো হতে চাই।


নিঃসঙ্গতার ব্যথায় কখনো বা আবার অশ্রু চোখে ঝরে।
কেন মানুষ আমায় এতো দুরে ঠেলে দেয়,
একটু আপন করে কেউ নাহি নেয়।


জানিনা আর কতো এই ব্যথা সইবো,
নিজের অজান্তে শোকের নাও বাইবো।