প্রকৃতি মোরে  কয় ডেকে আয় না আমার কাছে।
আমার শীতল বৃক্ষের ছায়ায় রাখাল শুয়ে আছে।


কাছে যদি আসিস আমার দেবো শিতল ছায়া।
তোকে আমি স্নেহ দেবো দেবো মাতৃ মায়া।


বৃক্ষের ছায়ায় ছন্দ লিখে হবি রে তুই কবি।
আম্র খাবি,কাঠাঁল খাবি আঁকবি আমার ছবি।


পাখি গান গায় নদ বয়ে যায় নাউ বায় সুজন মাঝি।
গ্রীষ্ম এলে আম্র বাগে নতুন রুপে সাজি।


চারিদিকে সবুজ ভরা পাখিরা যায় উড়ে।
সুজন মাঝি ধরেছে গান হরেক সুরে সুরে।


গোদুলির শেষে মন মাতাবো আসবি আদল গায়ে।
সকাল হলে সবুজ ঘাসে হাঁটবি রিক্ত পায়ে।