শান্তির তরে দৌড়ছি সবাই
বলো কোথায় পাবো?
দাও ঠিকানা পথের দিশা
সবাই মোরা যাবো।


ঘরে বাইরে সবখানেতে
শান্তি কোথায় আছে?
শান্তি বলে মরে মানুষ
শান্তির আশায় বাঁচে।


বিশ্ব ভবে আসবে কবে
শান্তির একটু হাওয়া?
শান্তি কভু পায়না তো কেউ
শুধু আসা যাওয়া।


মরছে মানুষ, উড়ছে ফানুস
একটু শান্তির তরে।
মারামারি করছে অনেক
শান্তি আনবে ঘরে।


পরের জমি নেয় ভূস্বামী
করে সে অত্যাচার।
গরীবের আর শান্তি কিসের?
ইচ্ছে নেই তার বাঁচার।


হালাল হারাম নেই তো খোঁজা
চলছে সুদে ঘুষে।
শান্তি তবু চাইছি মোরা
কাজ করিনা হুঁশে।