রঙের ভবের মায়ায় পড়ে
কাটছে সময় হেলায়।
শিশু থেকে বৃদ্ধ হলে
সময় গেলো খেলায়।


মরণ তোমায় হাত বাড়িয়ে
ডাকে বারে বারে।
ধনী গরীব সবাই সমান
কাকে বলো ছাড়ে?


মরণ পাখি ডাকার আগে
করো ভালো কর্ম।
গুরুজনকে শ্রদ্ধা করো
মেনে চলো ধর্ম।


ঘড়ির কাটা টিক টিক করে
ফুরায় তোমার বেলা।
সময় গেলে আর পাবেনা
সাঙ্গ হবে মেলা।


জন্ম মৃত্যু দুই মিলিয়ে
জীবন তৈরি হলো।
প্রাণ থাকিতে তোমার দেহে
ধর্ম মতে চলো।