মহৎ লোকে সত্য কথা
বলে প্রতি ক্ষনে।
সবাই তাকে ভালোবাসে
প্রীতি জানায় মনে।


প্রভুর কাছে,মূল্য আছে
পায় যে প্রভুর দয়া।
দুনিয়া বাসি সবাই তাকে
দেখায় অনেক মায়া।


মিথ্যা কথা, ভ্রান্ত প্রথা
কভু নাহি ডরে।
জীবন ভরে একই পথে
সত্য বলে মরে।


মিথ্যা কথা তিক্ত লাগে
সত্য চিনির মতন।
জীবন ভরে চায় যে সে
বলবে সত্য কথন।


দুনিয়াতে, আখিরাতে
হয় যে অনেক দামি।
লোকে ডাকে সিদ্দিক বলে
সমাজে সে নামি।


বুকে আশা, মুখে হাসা
সত্য কথা বলে।
মন্দ লোকে নিন্দা করে
এড়িয়ে সে চলে।


শত ব্যথা সহ্য করে
সত্য বলার কারণ।
মিথ্যা তো বলে না কভু
প্রভুর দেওয়া বারন।