শরৎ আমায় দিলো চিঠি
থাকতে কাথাঁর ভিতর
মাঘের শীতে ডাকবে বাঘ
চাদর গায়ের উপর।


তাই গেলাম কাঁথার খোঁজে
পথ থেকে পথান্তরে
বিত্তবানদের আচরণে হায়
শীতটা গেলো মরে।


আছেন তারা অট্টালিকায়
গায়েঁ তোষক মেখে
জানতাম না তাদের মাঝে
মানুষ-অমানুষ দেখে।


কাঁথার খোঁজ হয়নি আর
জায়গা হলো স্টেশনে
ঘুমের মাঝে তিমি রাতে
কাঁথা দিলো আম-জনে।