হয়তোবা আর কখনো রোদে যাওয়া হবে না
চোখ কুচকে আর কখনো তাকাবো না সূর্যে।
বসন্ত যেখানে শুরু হলো না, তার আগেই শেষ হয়ে যাই
তবে এখনো কিছু সময় কাছে আছে,
দূর থেকে নিষ্প্রাণ চোখে তাকিয়ে দেখি
ধীরে ধীরে স্তিমিত হয়ে যাচ্ছে দিনের আলো
তাই তো আর খারাপ লাগে না আগের মত।


হয়তোবা আর কখনো দেখা হবে না মলিন কিছু সময়,
দেখা হবে না আর গোধূলির সোনা রঙ
ফসলের ক্ষেতে চুঁইয়ে চুঁইয়ে পরছে।
তবে এখনো কিছু পথ বাকি ফুরানোর আগে,
ধূলিময় পথে নগ্ন পায়ে হেঁটে যেতে হবে।
শেষ প্রান্তে এসে যখন দেখি শুরুটা এখানেই
প্রচন্ড অবাক হয়ে তাকিয়ে রই, আর উপলব্ধি হয়
শুধু মাত্র জীবন টাই ফুরিয়ে যায়, আমি ফুরাই না।