মে মাসের প্রথম সপ্তাহ
বাতাসে উড়ে যায় শিমুলের তুলো
ক্লান্ত চোখ খুঁজে নেয় তুলোর গতিপথ
উঠানামা করে ভেসে যায় বহুদূর।


হঠাৎ খেয়াল হলো কৃষ্ণচূড়া
যেন মৃদু মাথা দুলিয়ে বলছে
আমাকেও দেখে নাও পথিক
গ্রীস্মের মৃদু বাতাসে।


দূরের মাঠে হুল্লোড় চেচামেচি
হাতে নাটাই আর কৈশরের উল্লাস
ওরা নিষ্পাপ, ওরা উচ্ছল ধরণীতে
যেমন ঘুড়িগুলো মানিয়ে গেছে
বিশাল আকাশের অস্বচ্ছ নীলে।


মে মাসের প্রথম সপ্তাহ
উড়ে যায় নাম না জানা পাখির ঝাঁক
হঠাৎ ভেবে চমকে উঠি
এভাবেই সব ফুরিয়ে যাচ্ছে কি?