চলছে ঢালাই
চলছে,
ছুটির সুখ কিনেছে ওরা
খুবই সস্তা দামে।
এই তো জীবন
এমন করে যাচ্ছে চলে দিন,
ঘরে মোর প্রিয়ার
অভিমান যত হয়েছে মুল্যহীন।


মাতা মোর
গ্রাম্যপথ পানে চেয়ে রয়,
এই ছুটিতে ছেলে তার
ফিরবে আপনালয়।
ছুটি চলে যায় ছুটি আসে
দীর্ঘ্য হয় অপেক্ষা,
বুকের গহীনে বিদ্রোহ করে
জমে থাকা বোবা কান্না।