প্রিয়তমা, তোমার দৃষ্টির আড়াল হতে চাই
তবে তোমার বুকের ভেতর, যেখানটায় মনের বসবাস, সবাই বলে থাকে
সেই স্থানটিতে জায়গা দিও। যেন সঙ্গোপনে
অনেকটা বিষন্ন সময় আমার স্মৃতিগুলো তোমাকে
সাময়িক সুখ দেয় বা দুঃখ।


প্রিয়তমা, তোমাকে ভুলে যেতে চাই
যেমন করে ভুলে যায় পাখিদের দল শৈশবের
সঙ্গীকে
তবে আমি রেখে যেতে চাই সেই খুনসুটিগুলো, যা
তোমার অনুভূতিহীন ভাবনার সময়টুকুতে কিছুটা
আনন্দ দেবে বা বেদনা।


প্রিয়তমা, আমি তোমাকে চাই, তবে
রক্তমাংসের অবকাঠামোতে আর নয়
তোমাকে চাই প্রেরণা হিসেবে, টিকে থাকার শক্তি
যোগাতে,
তোমার অবহেলার স্মৃতিগুলো আমায় নতুন করে
জাগিয়ে দেয়, যেমন করে রোগাক্রান্ত জীর্ণ শরীর
ফিরে পায় বেঁচে থাকার স্বাদ!