ভোরের শিশির দেখেছো? ছোট্ট এক বিন্দু কেমন টলমলে-
ঠিক যেন চোখের জল
তোমার কি মনে আছে? তোমার সামান্যতম অভিমানেও আমি নিজেকে
ধরে রাখতে পারতাম না, বারণ করতে পারতাম না
চোখের জলকে
ঠিক শিশির বিন্দুর মতো চিবুক বেয়ে নামতো।


তোমার মুছে দেবার আশায় শিশির বিন্দুর মতো
অপেক্ষায় থাকতো চিবুকেই...
অপেক্ষায় সময় গড়াতো, তোমার স্পর্শ না পেয়ে শরীরের উষ্ণতায় হারিয়ে যেতো।


আমি ভোরের শিশির বিন্দুর দিকে চেয়ে থাকি,
চোখের জলের ছায়া খুঁজি সেখানে
আমি ঘাসের চিবুক থেকে মুছে দেই শিশির, আমার অশ্রু ভেবে
আমি অনুভব করি তোমার স্পর্শে হাসছে চোখের
জল
প্রতিক্ষার অবসানে।


জানো, ভালোবাসায় দেনাপাওনা থাকতে নেই
অভিমানে দূরে সরে যাওয়া ভালোবাসা নয়
দুটি মনের সমান দূরত্বে কাছে না আসলে
ভালোবাসায় পূর্নতা পায় না।
আমি পূর্ন ভালোবাসার অপেক্ষায় আজো
পথ চেয়ে আছি......।