আমি স্বপ্ন দেখতে ভুলে যাচ্ছি আজকাল
দুঃস্বপ্নেরা দোজখের আগুনচোখে নিস্পলক
তাকিয়ে থাকে হত্যার জিজ্ঞাসা নিয়ে।


আমার স্বপ্নরা প্রতিবাদী হয়ে উঠতে চায়
আবার গুমড়ে কেঁদে উঠে আপন মনেই
অসহায়ত্বের কল্পনায়।


বেশ সাহসী স্বপ্নরা দিনকে দিন নিমজ্জিত হচ্ছে
চারপাশের হতাশার বায়ুতে
অক্সিজেনের জন্য মাথা তুলছে আবার ডুবে যাচ্ছে
কেমন যেন এক ঘোরলাগা মূহুর্ত; অথচ কতগুলো চোখ শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে
দেখছে স্বপ্নের অপমৃত্যু; কেউ আসছে না ছুটে!


স্বপ্নরা কথা বলতে চায়; দুঃস্বপ্নের দোজখের আগুনচোখ-চাহনিতে ভয়ের স্রোত নামে
স্বপ্নের শিরদাঁড়া বেঁয়ে।
অতঃপর কথাগুলো বলে শব্দহীন ভাবে
কেউ নাই পাশে দাঁড়ানোর, কেউ নাই!


দুঃস্বপ্নের দ্রুত বংশ বৃদ্ধির সমাজে, কোনঠাসা
স্বপ্নরা স্বপ্ন দেখার দায়বদ্ধতা থেকে
স্বপ্ন দেখছে....
ঘন কালো আঁধারের কুয়াশা ভেদ করে মৃদু
আলোর শিখা হাতছানি দিয়ে ডাকছে তাদের!