নদীর জলে আলোর প্রতিবিম্ব, চারপাশে
নিকষ আঁধারের ডু্ব
আঁধার ফুঁড়ে ভেসে উঠে তোমার ছায়া
নদী বয়ে যায়।


জলের ঘ্রাণে ভেসে আসে তোমার
চুলের গন্ধ
আমি ডুবে যাই আঁধারে, ভালোবাসার পদ্মের
মাতাল গন্ধে হাতড়ে বেড়াই তোমায়,
হারাই অসীম শূন্যতার মাঝে!