রাজ্যের নিরবতা ভেঙে যায় ডাহুকের ডাকে
সন্ধ্যার আঁধার নামে ধূপ-গন্ধে
চারপাশে আলো-আধারির রহস্য
দক্ষিণা বাতাস বহে,
বেতঝোঁপ থেকে নেচে নেচে ভাসে জোনাকির দল
বাতাসে মেহেদী ফুলের গন্ধ
জাগে প্রেম।


রাত গভীর হয়, সুনসান নিরবতা,জোৎস্নার মৃদু আলো,
ঘড়ির ঘন্টার শব্দে প্রেমিকের বুকে আঘাত,
হৃদয় পোড়ে ভেতরে ভেতরে, তৃষ্ণার্ত বুক, চোখে জিজ্ঞাসা নিয়ে ভেঙে যায় ঘুম।


নব্য প্রেমে মেতে উঠা দোয়েল দুটোর বাঁধভাঙা আলাপন, খুনসুটি
ভোরের লালচে রোদ, মৃদু বাতাসে ভাসে প্রেমের গন্ধ,
হৃদয় ব্যকুল, উদাস মন, প্রেমিকার মুগ্ধ দৃষ্টিতে
জাগে শিহরণ।