এত শান্ত-স্নিগ্ধ সময়ে প্রেমিকার জন্য অপেক্ষার
প্রহর গুণতে বেশ ভালোই লাগে,
আকাশটা দেখেছেন? ভাঙা ভাঙা সাদা মেঘ কত দ্রুত ছুটছে,
যেন প্রেমিকারা অপেক্ষায় রয়েছে দূরে কোথাও
সুপারি বাগানের ছায়ায়!
ছিটরুটির মতোন মেঘের ফাঁক গলে উঁকি দেবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বাঁকা চাঁদ,
যেমনটা প্রেমিকার ছায়া দেখবার দূর্নিবার ইচ্ছা গোপনে দমন করতে হয়, তাকিয়ে বাঁকা চোখে!


আজকে সন্ধ্যার বাতাস,জোৎস্নার মৃদু আলো, কামিনীর ঘ্রাণ ছাপিয়ে প্রেমিকার চুলের গন্ধে
দিশেহারা সহস্র প্রেমিক!
নদীর জলে ঢেউয়ের কলতান, ঝিঝি পোকার উৎসব, জেলের জাল ফেলার শব্দে কবিতার পান্ডুলিপি ব্যকুল!


এমন রাতে পুরুষ হয়ে উঠে প্রেমিক, কবিতার পান্ডুলিপি পাহাড়া দেয় পৌরষ, প্রেমিকার হাতে
হাত রেখে ভুমিষ্ট হয় নতুন পৃথিবী!